অস্ট্রেলিয়ায় ‘বাউন্সি ক্যাসল’ দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৬

Looks like you've blocked notifications!
অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যে ‘বাউন্সি ক্যাসল’ দুর্ঘটনায় হাসপাতালে চ্যাস হ্যারিসন নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যে ‘বাউন্সি ক্যাসল’ দুর্ঘটনায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় মোট ছয়জনের মৃত্যু হলো। পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার তিন দিন পর স্থানীয় সময় রোববার হোবার্ট হাসপাতালে চ্যাস হ্যারিসনের (১১) মৃত্যু হয়।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এই দুর্ঘটনাকে বলেছেন ‘কল্পনাতীতভাবে হৃদয়বিদারক’। তাসমানিয়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের ভেডনপোর্টে এক স্কুলের বিনোদন দিনে হঠাৎ দমকা হওয়ায় এই দুর্ঘটনার কবলে পড়ে শিশুরা। মোট নয়জন শিশু প্রায় ১০ মিটার (৩২ ফুট) থেকে নিচে পড়ে। এই দুর্ঘটনায় এ পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। বাকি তিনজনের মধ্যে দুজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। অন্য আরেক শিশুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ, বাউন্সি ক্যাসল শিশুদের খেলার জন্য বাতাসে ফোলানো এক ধরনের ঘর বিশেষ।