অস্ট্রেলিয়ায় সার্চ ইঞ্জিন সেবা বন্ধের হুমকি গুগলের
অস্ট্রেলিয়ায় সার্চ ইঞ্জিন সেবা বন্ধ করার হুমকি দিয়েছে টেক জায়ান্ট গুগল। ব্রডকাস্ট কনটেন্টের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো থেকে আয় করতে অস্ট্রেলিয়া সরকার আইন করতে চাওয়ায় এমন হুমকি দিল গুগল। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
অস্ট্রেলিয়ার সরকার চাইছে গুগল, ফেসবুকসহ অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যেন নিউজ কনটেন্টের জন্য মিডিয়াগুলোকে ‘ন্যায্য’ পরিমাণ অর্থ দেয়। কারণ গণতন্ত্রের জন্য সাংবাদিকতা ও মিডিয়া অনেক গুরুত্বপূর্ণ।
২০০৫ সাল থেকে এ পর্যন্ত অস্ট্রেলিয়ার সংবাদপত্রগুলোর বিজ্ঞাপনে আয় ৭৫ শতাংশ কমে গেছে। সম্প্রতি বহু প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করেছে।
তবে এমন আইন হলে গুগল তা মানবে না বলে সাফ জানিয়েছে দিয়েছে।
গুগল অস্ট্রেলিয়ার ব্যবস্থাপনা পরিচালক মেল সিলভা শুক্রবার অস্ট্রেলিয়ার সিনেটে শুনানিতে এমনটি জানান। সিলভা বলেন, ‘যদি এটি আইনে পরিণত হয়, সে ক্ষেত্রে বাস্তবেই অস্ট্রেলিয়ায় গুগল সার্চ বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।’
অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, গুগলের হুমকিকে আমলে নিচ্ছেন না আইনপ্রণেতারা।