অস্ট্রেলিয়ায় ৮৮৮ কোটি টাকার হেরোইন জব্দ, মালয়েশীয় আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/10/16/australia.jpg)
শনিবার বড় ধরনের একটি হেরোইনের চালান জব্দের কথা জানায় অস্ট্রেলিয়ার পুলিশ। ছবি : সংগৃহীত
বড় ধরনের একটি হেরোইনের চালান জব্দ করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। অবৈধ এই মাদক আমদানির দায়ে মালয়েশীয় এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শনিবার অস্ট্রেলিয়ার পুলিশ এক বিবৃতিতে জানায়, ৪৫০ কেজির ওই হেরোইনের আনুমানিক দাম ১৪ কোটি অস্ট্রেলীয় ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৮৮৮ কোটি ৮২ লাখ ৩৫ হাজার টাকারও বেশি।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/10/16/australia-insert.jpg 687w)
মেলবোর্নের একটি ব্যবসায়িক ঠিকানা ব্যবহার করে একটি সিরামিক টাইলসের কন্টেইনারে করে মালয়েশিয়া থেকে ওই হেরোইন আনা হয়।