অস্ট্রেলিয়ায় ৮৮৮ কোটি টাকার হেরোইন জব্দ, মালয়েশীয় আটক

শনিবার বড় ধরনের একটি হেরোইনের চালান জব্দের কথা জানায় অস্ট্রেলিয়ার পুলিশ। ছবি : সংগৃহীত
বড় ধরনের একটি হেরোইনের চালান জব্দ করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। অবৈধ এই মাদক আমদানির দায়ে মালয়েশীয় এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শনিবার অস্ট্রেলিয়ার পুলিশ এক বিবৃতিতে জানায়, ৪৫০ কেজির ওই হেরোইনের আনুমানিক দাম ১৪ কোটি অস্ট্রেলীয় ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৮৮৮ কোটি ৮২ লাখ ৩৫ হাজার টাকারও বেশি।

মেলবোর্নের একটি ব্যবসায়িক ঠিকানা ব্যবহার করে একটি সিরামিক টাইলসের কন্টেইনারে করে মালয়েশিয়া থেকে ওই হেরোইন আনা হয়।