অস্ত্রোপচারের পর লোহিত সাগরে অবকাশে সৌদি বাদশাহ
অস্ত্রোপচারের পর ‘বিশ্রাম ও সুস্থতার’ জন্য সৌদি কিং সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এখন লোহিত সাগরের তীরে সৌদি আরবের ম্যাগাসিটি নিওমে অবস্থান করছেন।
আজ বৃহস্পতিবার সৌদ সেখানে পৌঁছান বলে সৌদি সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, খবর গালফ নিউজের।
সম্প্রতি রিয়াদের কিং ফয়সাল হাসপাতালে ৮৪ বছর বয়সী সালমানের গল ব্লাডারে অস্ত্রোপচার করা হয়। ১০ দিনের চিকিৎসা শেষে গত মাসের শেষ দিকে হাসপাতাল ছাড়েন তিনি।
সৌদি প্রেস এজেন্সির সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়, নিওমে পৌঁছেছেন বাদশাহ। সেখানে বিশ্রাম ও সুস্থতার জন্য সময় কাটাবেন তিনি।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রচারিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে, এস্কেলেটরে করে বিমান থেকে নামছেন সালমান। এরপর কালো রঙের একটি গাড়িতে করে নিওমের রয়্যাল প্যালেসে পৌঁছান।
২০১৫ সাল থেকে তেল সমৃদ্ধ আরব বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশটির বাদশাহর দায়িত্বে আছেন সালমান।