অস্ত্রোপচার করতে করতে জুমে আদালতের শুনানিতে চিকিৎসক

Looks like you've blocked notifications!

রোগীর অস্ত্রোপচার করতে করতে ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুমের মাধ্যমে ট্রাফিক আদালতের শুনানিতে অংশ নিয়েছেন এক চিকিৎসক। সংবাদমাধ্যম বিবিসি বলছে, গত বৃহস্পতিবার এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে।

ক্যালিফোর্নিয়ার স্যাকরামেন্তোয় ভার্চুয়াল বিচারে অংশ নেওয়ার সময় চিকিৎসক স্কট গ্রিনের পরনে ছিল অপারেশন থিয়েটারের জন্য নির্ধারিত অস্ত্রোপচারের পোশাক। স্যাকরামেন্তো বি’র বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।

বিচারকের প্রশ্নে চিকিৎসক স্কট গ্রিন জানান, শুনানিতে অংশ নিয়ে তিনি আনন্দিত। তিনি বলেন, ‘এখানে আমার সঙ্গে আরেকজন চিকিৎসকও অস্ত্রোপচার করছেন।’

তখন শুনানির কার্যক্রম চালানো ‘ঠিক হবে না’ মন্তব্য করে বিচারকাজ স্থগিত করে দেন বিচারক।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যালিফোর্নিয়া মেডিকেল বোর্ড বিষয়টি খতিয়ে দেখছে বলে এক বিবৃতিতে জানিয়েছে। সেইসঙ্গে তারা আশা করে, ‘চিকিৎসার সময় চিকিৎসকেরা রোগীদের মানসম্মত যত্ন নেবেন।’

স্যাকরামেন্তো সুপিরিয়র আদালতের শুনানি কার্যক্রম ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। সম্প্রচারের আগে আদালতের একজন কর্মকর্তা চিকিৎসক স্কট গ্রিনকে বলেন : ‘হ্যালো, আপনি মিস্টার গ্রিন? বিচারে অংশ নিতে আপনি প্রস্তুত তো? দেখে মনে হচ্ছে, আপনি অপারেশন থিয়েটারে আছেন।’

জবাবে গ্রিন বলেন : ‘ঠিক বলেছেন স্যার। আমি এখন অপারেশন থিয়েটারে আছি। হ্যাঁ, আমি বিচারে অংশ নিতে প্রস্তুত। শুরু করা যাক।’

তখন চিকিৎসক গ্রিনকে আদালতের কর্মকর্তা জানান যে, শুনানি অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে। কারণ, ট্রাফিক আদালতের শুনানি প্রকাশ্যে হওয়ার আইনি বিধান আছে। ঠিক সে সময় আদালতের শমনে হাজির হওয়া এক নারী কর্মকর্তা পুরো ঘটনা দেখে বিস্ময়ে চোখ কপালে তোলেন।

বিচারক ও কোর্ট কমিশনার গ্যারি লিঙ্কের জন্য সবাই যখন অপেক্ষায়, তখন অপারেশন থিয়েটারে চিকিৎসক স্কট গ্রিনকে তাঁর অস্ত্রোপচারের কাজ চালিয়ে যেতে দেখা যায়।

জুম সেশনে যোগ দেওয়ার পর বিচারক গ্যারি লিঙ্ক বলেন : ‘আমি ভুল না হয়ে থাকলে, একজন বিবাদীকে অপারেশন থিয়েটারে রোগীর অস্ত্রোপচার করতে দেখতে পাচ্ছি। ঠিক বলছি তো মিস্টার গ্রিন? নাকি (আপনাকে) ডা. গ্রিন বলা উচিত আমার?’

এরপর যখন চিকিৎসক গ্রিন নিশ্চিত করেন যে, তিনি অস্ত্রোপচারের মাঝখানে আছেন, এবং এভাবে শুনানির কাজ চালিয়ে যেতে তাঁর কোনো অসুবিধা হচ্ছে না, তখন বিচারক বলেন, ‘একজন রোগীর অস্ত্রোপচারের সময় আপনি যদি বিচারে অংশ নিয়ে থাকেন, তাহলে রোগীর কল্যাণের কথা ভেবে আমি স্বস্তিবোধ করছি না। এখানে একজন কর্মকর্তাও উপস্থিত আছেন, সে বিষয়টিও আমার বিবেচনায় রয়েছে।’

তখন ডা. গ্রিন শুনানি চালিয়ে যেতে জোর করতে থাকেন। বলেন, ‘এখানে আরেকজন চিকিৎসক আছেন, যিনি আমার সঙ্গে অস্ত্রোপচার করছেন। তাই, আমি কিছু না করলেও তাঁরা অস্ত্রোপচারের কাজটা চালিয়ে যেতে পারবেন।’

কিন্তু বিচারক তাতে ইতিবাচক সাড়া না দিয়ে জবাব দেন : ‘আমি তা মনে করছি না। আমার মনে হয় না ব্যাপারটা ঠিক হচ্ছে। আমি শুনানির জন্য নতুন তারিখ ধার্য করছি। আপনি কোনো অস্ত্রোপচারের কাজে ব্যস্ত থাকবেন না, তেমন কোনো তারিখ ধার্য করছি।’

এ বিষয়ে জানতে ডা. গ্রিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে বিবিসি। সংবাদমাধ্যম এনবিসির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ডা. গ্রিন বলেছেন, ‘বিষয়টি যথাযথ নয়। আর, আমার কিছু বলার নেই। ধন্যবাদ।’