অস্ত্র নির্মাতাদের খুশি রাখতেই পেন্টাগন কর্মকর্তারা যুদ্ধ চান : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, অস্ত্র নির্মাতাদের ‘খুশি’ রাখতেই মার্কিন প্রতিরক্ষা বিভাগের শীর্ষ কর্মকর্তারা বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ চালু রাখতে চান। ট্রাম্পের এমন বক্তব্যে মার্কিন পররাষ্ট্রবিষয়ক নীতিনির্ধারক ও তাঁর সমালোচকেরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে গত সোমবার ট্রাম্প বলেন, ‘পেন্টাগনের শীর্ষ ব্যক্তিরা যুদ্ধ ছাড়া সম্ভবত আর কিছুই করেন না; যাতে করে যেসব অসাধারণ কোম্পানি বোমা ও উড়োজাহাজ বানায়, তারা খুশি থাকে।’ সংবাদমাধ্যম ফক্স নিউজ এ খবর জানিয়েছে।
প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত মার্কিন সেনাদের সম্পর্কে ট্রাম্পের কথিত অবমাননাকর মন্তব্যের কয়েক দিন পর গত সোমবার পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের সম্পর্কে ট্রাম্প এমন কথা বললেন।
মার্কিন পত্রিকা ‘দি আটলান্টিক’ এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৮ সালে ফ্রান্স সফরের সময় প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বযুদ্ধে নিহত ও ফ্রান্সের কবরস্থানে সমাহিত সেনাদের সম্পর্কে বলেছিলেন, ‘তারা পরাজিত ও প্রবঞ্চক।’