অ্যান্টার্কটিকার ইতিহাসে এত গরম কখনো পড়েনি

Looks like you've blocked notifications!
পৃথিবীর সবচেয়ে দ্রুত উষ্ণায়ন হওয়া অঞ্চল হচ্ছে এই অ্যান্টার্কটিকা উপত্যকা। ছবি : সংগৃহীত

উত্তর মেরুর অ্যান্টার্কটিকা মহাদেশে স্মরণকালের সবচেয়ে উষ্ণতম দিন ছিল গত বৃহস্পতিবার। এদিন সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস (৬৪.৯ ফারেনহাইট)। আর্জেন্টিনার গবেষণা প্রতিষ্ঠান এসপারেঞ্জা এই তাপমাত্রা পরিমাপ করে।

এর আগে ২০১৫ সালের মার্চে একদিন ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মহাদেশের সবচেয়ে দ্রুত উষ্ণায়ন হওয়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যান্টার্কটিকা উপত্যকা থেকে বৃহস্পতিবারের তাপমাত্রা রেকর্ড করা হয়। এই তাপমাত্রার তথ্য জাতিসংঘ আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) মাধ্যমে যাচাই করা হচ্ছে বলে জানায় সংবাদমাধ্যম বিবিসি।

ডব্লিউএমওর মুখপাত্র ক্লেয়ার নাল্লিস জেনেভায় সাংবাদিকদের বলেন, এই মাপের তাপমাত্রা অ্যান্টার্কটিকার সঙ্গে যায় না। এমনকি সেখানে গ্রীষ্মকালেও এতটা গরম পড়ে না।

গত ৫০ বছরে অ্যান্টার্কটিকায় গড়ে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গেছে বলে জানায় গবেষণা প্রতিষ্ঠান এসপারেঞ্জা। ফলে এমন দ্রুততর উষ্ণায়ন জলবায়ু বিশেষজ্ঞসহ বিশ্বনেতাদের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে।