অ্যান্ট গ্রুপের কাঠামো বদলাতে জ্যাক মাকে চীন সরকারের চাপ
বিশ্বসেরা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী চীনা নাগরিক জ্যাক মাকে তাঁর অ্যান্ট গ্রুপের কাঠামো পরিবর্তনের জন্য চাপ দিচ্ছে চীন সরকার। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির খবরে এ কথা জানানো হয়েছে।
মাত্র একদিন আগে আলিবাবাকে প্রায় তিন বিলিয়ন মার্কিন ডলার জরিমানা করার পরই, অ্যান্ট গ্রুপ নিয়ে চীন সরকারের এ অবস্থান জানানো হল।
চীন বলছে, শেয়ারবাজারে আইপিওর জন্য জ্যাক মার প্রতিষ্ঠা করা অ্যান্ট গ্রুপকে আর্থিকপ্রতিষ্ঠান বা ব্যাংক হিসেবে ঘোষণা করতে হবে।
গত নভেম্বরে অ্যান্ট গ্রুপের তিন হাজার ৭০০ কোটি মার্কিন ডলারের শেয়ার আটকে দিয়েছিল চীন। চীনের পিপলস ব্যাংক বলছে, অ্যান্ট গ্রুপের বড় ধরনের লেনদেনের হিসেব নিয়ন্ত্রণ করা কঠিন।
চীনের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে, অ্যান্ট গ্রুপ চীনের সবচেয়ে বড় পেমেন্ট প্রোভাইডার। আলি পে’র মাধ্যমে অ্যান্ট গ্রুপে প্রতি মাসে ৭৩০ মিলিয়ন গ্রাহক লেনদেন করে থাকে।