আইসিজের আদেশকে স্বাগত জানাল জাতিসংঘ

আন্তর্জাতিক বিচারিক আদালতের (আইসিজে) আদেশকে স্বাগত জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, তিনি বিশ্বাস করেন যে মিয়ানমার যথাযথভাবে এসব আদেশ মেনে চলবে।
জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, ‘আদালতের বিধান অনুসারে, আদালত কর্তৃক আদেশকৃত অস্থায়ী পদক্ষেপের নোটিশ তাৎক্ষণিকভাবে নিরাপত্তা পরিষদে পাঠাবেন মহাসচিব।’
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ফারহান জানান, জাতিসংঘ মহাসচিব আদালতের বিধান অনুসারে এর আদেশ বা সিদ্ধান্তকে বাধ্যতামূলক বলেই মনে করেন।
রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু সদস্যদের আইনি জয়ের পক্ষে জাতিসংঘের শীর্ষ আদালত মিয়ানমারকে রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে গণহত্যা রোধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
আদালতের প্রেসিডেন্ট বিচারপতি আবদুলকাউই আহমেদ ইউসুফ বলেন, ‘মিয়ানমারে থাকা রোহিঙ্গারা চরম ঝুঁকির মধ্যে রয়েছে।’
আদালত জানিয়েছেন, রোহিঙ্গাদের সুরক্ষার উদ্দেশ্যে মিয়ানমারের ওপর ‘আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা’ তৈরি করতেই তথাকথিত অস্থায়ী ব্যবস্থা গ্রহণের আদেশ দেওয়া হয়েছে।
ফারহান বলেন, ‘আমি বলতে পারি যে গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার বিষয়ে আন্তর্জাতিক বিচারিক আদালতের আদেশকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।’
তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি করতে শান্তিপূর্ণ পথ অবলম্বনের প্রতি মহাসচিবের দৃঢ় সমর্থন রয়েছে।’
মানবাধিকারকর্মীরাও রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার বিষয়ে আইসিজের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।