আইসোলেশন ওয়ার্ডে করোনা রোগীদের নৃত্য (ভিডিওসহ)
মহামারি করোনার ভয়ে কাবু প্রায় ১৩৩ কোটি ভারতবাসীকে বেঁচে থাকার মন্ত্র দিলেন একদল করোনা রোগী। নেচে, গেয়ে মাতিয়ে তুললেন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড।
সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। ঘরবন্দি মানুষ এই ভিডিও থেকেই পাচ্ছেন বাঁচার অনুপ্রেরণা।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দেশটির কর্ণাটক রাজ্যের একটি হাসপাতালে ঘটনাটি ঘটেছে। বলিউডের গানের তালে নাচে মেতে ওঠেন উপসর্গবিহীন করোনা রোগীরা।
তাদের সঙ্গে নাচে যোগ দেন চিকিৎসকরাও। করোনা বিধি মেনেই এই নাচের আসর বসানো হয়েছিল হাসপাতালের ফ্লোরে।
১৯ জুলাই ভিডিওটি শেয়ার করার পর এক লাখেরও বেশি মানুষ সেই ভিডিওটি দেখেছেন। করোনা কি আমারও প্রাণ নেবে? এই প্রশ্নটি যখন প্রতিটি সুস্থ মানুষকেও প্রতি মুহূর্তে উদ্বিগ্ন করে রাখছে, তখন করোনা রোগীদের এই ভিডিও অক্সিজেন জুগিয়েছে সন্ত্রস্ত সাধারণ মানুষের মনে।