আকাশসীমা বন্ধ, ল্যাভরভের সার্বিয়া সফর বাতিল
সার্বিয়ার আশপাশের দেশগুলো রুশ পররাষ্ট্রমন্ত্রীর বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ায় সেরগেই ল্যাভরভকে তাঁর সার্বিয়া সফর বাতিল করতে হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
রোববার রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে ওই কর্মকর্তা এ কথা জানান বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
সার্বিয়ার সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, আজ সোমবার মস্কোর শীর্ষ কূটনীতিক ল্যাভরভের যে বিমানে করে বেলগ্রেডে যাওয়ার কথা ছিল, সেটির জন্য বুলগেরিয়া, নর্থ মেসিডোনিয়া ও মন্টিনিগ্রো তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।
পরে রুশ ওই ঊর্ধ্বতন কর্মকর্তা সার্বিয়ার গণমাধ্যমের প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেন।
‘আমাদের কূটনীতি এখনও টেলিপোর্টেশন (মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর) আয়ত্ত করতে পারেনি,’ বলেছেন তিনি।
তাৎক্ষণিকভাবে এ প্রসঙ্গে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি।