আগামীকাল চীন-রাশিয়ার যৌথ নৌ-মহড়া শুরু

Looks like you've blocked notifications!
চীন ও রাশিয়া আগামী ২১-২৭ ডিসেম্বর যৌথ নৌ-মহড়া চালাবে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

চীন ও রাশিয়া আগামী ২১-২৭ ডিসেম্বর যৌথ নৌ-মহড়া চালাবে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০১২ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত এই যৌথ নৌ-মহড়ায় পূর্ব চীন সাগরে ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি গোলাবর্ষণ করা হবে।

তারা বলেছে, এই মহড়ার মূল উদ্দেশ্য হচ্ছে রাশিয়া ও চীনের মধ্যে নৌ-সহযোগিতা জোরদার করা এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা।

ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে মস্কো বেইজিংয়ের সঙ্গে রাজনৈতিক, নিরাপত্তা এবং অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর চেষ্টা করেছে। পশ্চিমারা চীনের নেতা শি জিনপিংকে পশ্চিমা-বিরোধী জোটের মূল সহযোগী হিসেবে বিবেচনা করছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর মাত্র কয়েক দিন আগে উভয় দেশ 'সীমাহীন' কৌশলগত অংশীদারিত্বে স্বাক্ষর করেছিল। যদিও ইউক্রেনে রাশিয়ার পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বেইজিং।

রাশিয়া জানিয়েছে, তাদের ৪টি জাহাজ এই মহড়ায় অংশ নেবে। যার মধ্যে আছে ভারিয়াগ ক্ষেপণাস্ত্র ক্রুজার এবং ৬টি চীনা জাহাজ।

সপ্তাহব্যাপী এই মহড়ায় অংশ নিতে রাশিয়ার জাহাজগুলো সোমবার ভ্লাদিভোস্তকের পূর্বাঞ্চলীয় বন্দর থেকে যাত্রা শুরু করেছে।