আগামী ৬ মাস বেতন কম নেবেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

Looks like you've blocked notifications!

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি নিজেও কম বেতন নেওয়ার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন।

তিনি বলেন, আগামী ছয় মাস ধরে তিনি নিজে, মন্ত্রিসভার সদস্যরা ও বিভিন্ন সরকারি সংস্থার প্রধান নির্বাহীরা ২০ শতাংশ বেতন কম নেবেন।

বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

করোনা মোকাবিলায় নেওয়া পদক্ষেপের জন্য প্রশংসা পাচ্ছে নিউজিল্যান্ড। দেশটিতে ব্যাপক সংখ্যক টেস্ট করানোর পরেও এখন পর্যন্ত শনাক্ত হয়েছে এক হাজার ৩৮৬ জন আর মৃত্যু হয়েছে ৯ জনের।

২৩ মার্চ থেকে চার সপ্তাহের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন। এই সময়ে কেবলমাত্র মুদি দোকানে এবং আশেপাশে ব্যায়াম ছাড়া অন্য কোথাও যেতে নাগরিকদের নিষেধ করা হয়।