আঘাত হানলে ইরানের ৫২ স্থাপনায় হামলা : ট্রাম্প
ইরান কোনো মার্কিন স্থাপনায় আঘাত হানলে দ্রুততম সময়ের মধ্যে মারাত্মক জবাব দেবে যুক্তরাষ্ট্র। এক টুইট বার্তায় এমন হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ৫২টি স্থাপনা টার্গেট করা হয়েছে, যুক্তরাষ্ট্রের সম্পদ বা স্থাপনায় হামলা করা হলে এগুলোতে দ্রুতগতিতে এবং ভয়াবহ কায়দায় হামলা চালানো হবে।
গত শুক্রবার ভোরে ইরাকের বাগদাদ বিমানবন্দরে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে মার্কিন রকেট হামলায় ইরানি সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়। ট্রাম্প দাবি করেন, ৬২ বছর বয়সী এই জেনারেল যে কোনো সময় মার্কিন কূটনীতিক ও নাগরিকদের ওপর মারাত্মক হামলা চালানোর পরিকল্পনা করছিলেন।
এদিকে গতকাল শনিবার বিকেলে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাস এলাকা গ্রিন জোনে রকেট হামলার খবর পাওয়া গেছে। তাছাড়া দেশটির উত্তরাঞ্চলের মার্কিন সেনা অবস্থানরত বালাদ বিমানঘাঁটিতেও প্রায় একই সময়ে রকেট হামলা চালানো হয়। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। এতে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
যুদ্ধ ও সন্ত্রাস বন্ধ করতেই সোলেইমানিকে হত্যা করা হয়েছে বলে দাবি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানায়, শুক্রবার ভোরে সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ইরাকের বাগদাদ বিমানবন্দরে নামলে জেনারেল সোলেইমানির ওপর হামলা করা হয়।
সম্প্রতি সিরিয়া ও ইরাকে মার্কিন বিমান হামলায় ২৫ হিজবুল্লাহ যোদ্ধা নিহতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। নিহত হিজবুল্লাহ যোদ্ধাদের জানাজায় শরিক হয়ে বাগদাদের মার্কিন দূতাবাসে হামলা চালায় বিক্ষুব্ধরা।
এর কয়েকদিন আগে ইরানের মদদপুষ্ট মিলিশিয়া গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ ইরাকের উত্তরাঞ্চলে মার্কিন এক ঠিকাদারকে হত্যা করে। মার্কিন ঠিকাদারকে হত্যার জবাবে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। তাতে ২৫ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হন।