আজভস্টালের ১৬০ যোদ্ধার মরদেহ কিয়েভে পৌঁছেছে
মারিউপোলের আজভস্টাল স্টিল কারখানার ১৬০ প্রতিরোধ যোদ্ধার মরদেহ ইউক্রেনের কাছে হস্তান্তর করেছে রাশিয়া। বিনিময়ে সমানসংখ্যক মরদেহ রাশিয়ার কাছেও হস্তান্তর করেছে কিয়েভ। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
খবরে বলা হয়েছে, ইউক্রেনের দক্ষিণ-পূর্ব বন্দর নগরী মারিউপোলকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারান ইউক্রেনের এ প্রতিরোধ যোদ্ধারা। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি রাশিয়া।
হস্তান্তরের মধ্যে ৫০ জনের মরদেহ আজভ রেজিমেন্ট যোদ্ধাদের বলে জানিয়েছে তাদের পরিবার। ইউক্রেনীয় যোদ্ধারা মারিউপোলের আজভস্টাল স্টিল কারখানায় দীর্ঘদিন অবরুদ্ধ অবস্থায় ছিল। সেখান থেকেই রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিলেন। সম্প্রতি তাঁরা আত্মসম্পর্ণ করেন। তাঁদের অনেকে গুরুত্বর আহত ছিলেন। তারাই ছিলেন মারিউপোলের শেষ প্রতিরোধ যোদ্ধা। মস্কোর দাবি, ইউক্রেনীয় যোদ্ধারা আত্মসম্পর্ণ করতে বাধ্য হয়েছিল।
গত সোমবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এখনও দুই হাজার ৫০০ আজভস্টল প্রতিরোধ যোদ্ধা- যাদের মধ্যে সীমান্তরক্ষী, পুলিশ এবং আঞ্চলিক প্রতিরক্ষার সদস্য রুশ কারগারে রয়েছেন।
সোমবার টেলিগ্রাম পোস্টে একাধিক পরিবার জানিয়েছেন, আজস্টালের প্রতিরোধ যোদ্ধাদের মরদেহ রাজধানী কিয়েভে পৌঁছেছে। এদের মধ্যে এক তৃতাংশই আজভ রেজিমেন্ট ফাইটার। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এতে প্রায় তিন মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে।
মারিউপোল রুশ সীমান্ত থেকে খুব একটা দূরে নয়। যুদ্ধের শুরুর দিকেই কৌশলগত গুরুত্বপূর্ণ শহরটিতে বোমাবর্ষণ চালায়। ধারাবাহিক হামলায় কয়েক হাজার মানুষ মারা গেছেন। রাশিয়ার হামলায় ধ্বংস হয়ে গেছে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনাসহ বহু বাড়ি-ঘর।