আজারবাইজানকে অভিনন্দন জানিয়ে নেতানিয়াহুর চিঠি

Looks like you've blocked notifications!
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

আজারবাইজানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছে ইসরায়েল। আজারবাইজানের প্রধানমন্ত্রী আলি আসাদোবের কাছে এ চিঠি পাঠান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজেরি সংবাদমাধ্যম আজভিশন সোমবার এ খবর জানিয়েছে।

আজারবাইজানের স্বাধীনতা দিবস উপলক্ষে এ চিঠি পাঠিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। চিঠিতে নেতানিয়াহু উল্লেখ করেন, আজারবাইজানের স্বাধীনতায় স্বীকৃতিপ্রাপ্ত প্রথম দেশগুলোর মধ্যে একটি হতে পেরে ইসরায়েল গর্বিত। 

চিঠিতে আরো উল্লেখ করা হয়, গত ৩০ বছরে ইসরায়েলি ও আজারবাইজানিদের সত্যিকারের বন্ধুত্বের ভিত্তিতে দুই দেশের মধ্যে দৃঢ় সম্পর্ক স্থাপন করা হয়েছে।

এতে ইসরায়েলি প্রধানমন্ত্রী এই এলাকায় সাধারণ স্বার্থের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের জন্য যৌথ প্রচেষ্টার প্রস্তুতির কথা উল্লেখ করেছেন। 

চিঠিতে নেতানিয়াহু আজারবাইজানি জনগণের উন্নতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেন।