আত্মসমর্পণের পর ২৮ পুলিশকে হত্যা করল তালেবান?

Looks like you've blocked notifications!
আফগানিস্তানের তালেবান বিদ্রোহী। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে উরুজগানের গিজাব জেলায় তালেবান বিদ্রোহীরা ২৮ পুলিশ সদস্যকে হত্যা করেছে। বুধবার আফগান কর্মকর্তারা এটি নিশ্চিত করেছে।

স্থানীয় একজন কর্মকর্তা জানান, পুলিশ সদস্যরা তালেবান যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করার পর তাঁদের হত্যা করা হয়। যদিও হত্যাকাণ্ডের এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তালেবান, খবর আলজাজিরার।

আফগানিস্তানের উরুজগান সরকারের মুখপাত্র জেলগাই এবাদি বলেন, তালেবান যোদ্ধারা পুলিশ সদস্যদের বলেন, আত্মসমর্পণ করলে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে তাঁদের বাড়িতে যাওয়ার সুযোগ দেওয়া হবে। কিন্তু আত্মসমর্পণের পর ওই পুলিশ সদস্যদের অস্ত্র কেড়ে নিয়ে তাঁদের গুলি করে হত্যা করা হয়।

স্থানীয় আরেক কর্মকর্তা জানিয়েছেন, আত্মসমর্পণের পর তিনজন পুলিশ সদস্য সেখান থেকে পালাতে সক্ষম হয়েছেন। নির্মম এই হত্যাকাণ্ডের বিষয়ে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

এদিকে বিবৃতির মাধ্যমে তালেবান নেতারা বলেন, আত্মসমর্পণের পর হত্যার যে দাবি শত্রুপক্ষ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তালেবান যোদ্ধারা তাঁদের বারবার অস্ত্র রেখে শত্রুতা শেষ করার জন্য আহ্বান জানিয়েছেন কিন্তু তাঁরা যুদ্ধ চালিয়ে গেছেন।

কাতারের রাজধানী দোহায় আফগানিস্তানের সরকারের সঙ্গে তালিবানদের শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এর মধ্যেই আফগানিস্তানের সরকারি বাহিনীর সঙ্গে তালেবান যোদ্ধাদের সংঘাত বেড়েছে।