আদালতে মিথ্যা অভিযোগ দায়ের করায় ৯৬ লাখ টাকা জরিমানা
আদালতে ‘বিস্ময়কর’ এক মিথ্যা অভিযোগ দায়ের করার কারণে যুক্তরাজ্যের একজন ট্রাভেল এজেন্টকে ৮৫ হাজার পাউন্ড (৯৬ লাখ টাকার বেশি) আদালতের বিল পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই ট্রাভেল এজেন্টের অভিযোগ, কর্মস্থলে ঊর্ধ্বতন এক কর্মকর্তা তাঁর হাতে কলম দিয়ে আঘাত করে তাঁকে রক্তাক্ত করেছেন।
ঘটনাটি ঘটে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে। পারিভাস কিয়ানি (৫২) নামের ওই ট্রাভেল এজেন্টের অভিযোগ, তাঁকে সুরক্ষা দিতে ব্যর্থ হয় তাঁর নিয়োগকরী ব্রেন্টফোর্ডভিত্তিক ভ্রমণ বিপণন সংস্থা Aviareps PLC (অ্যাভিয়ারিপস পিএলসি)। খবর ডেইলি মেইলের।
দুই সন্তানের জননী কাইয়ানি জানান, ওই ঘটনার জেরে তিনি মানসিকভাবে ভীত হয়েছেন এবং তাঁর ডান হাতে আঘাত করা হয়েছে। পরে ওই আঘাতের ক্ষতের দুটি ছবি তোলা হয়েছে, যা জন্য তাঁর লাইন ম্যানেজার দায়ী।
তবে ছবিগুলোর একটি গভীরভাবে বিশ্লেষণের পর জানা যায়, ছবিটি জাল ছিল। যদিও কিয়ানি এরই মধ্যে তা স্বীকার করেছেন যে ছবিটি ভুয়া।
এদিকে গত সপ্তাহে কিয়ানির সাবেক নিয়োগকর্তা অভিযোগটি উচ্চ আদালতে নিয়ে যান। উচ্চ আদালতে নিয়োগকর্তা পাল্টা অভিযোগ করেন, কিয়ানি তাঁর সাবেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা অভিযোগ কর্মসংস্থান ট্রাইব্যুনালে প্রমাণ করার জন্য ভুয়া ছবি ব্যবহারে করেন।
পরবর্তীতে কর্মসংস্থান ট্রাইব্যুনালে কিয়ানির দায়ের করা অভিযোগ পর্যালোচনা করে উচ্চ আদালত জানান, তাঁর অভিযোগটি ‘মৌলিকভাবে অসৎ’ বলে প্রমাণিত হয়েছে। তাই কিয়ানিকে এখন ৮৫ হাজার পাউন্ড কোর্ট বিল পরিশোধ করতে হবে।