আপনি কতটা ভালো প্রধানমন্ত্রী তা প্রমাণ করুন, মোদিকে রাহুল
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি কতটা ভালো তা প্রমাণ করে দেখাতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল বলেন, ‘আপনি কতটা ভালো প্রধানমন্ত্রী তা প্রমাণ করুন।’
ভারতে করোনা সঙ্কটকালে এভাবেই প্রধানমন্ত্রী মোদির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাহুল। তিনি ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য সরাসরি প্রধানমন্ত্রীকে দায়ী করলেন।
রাহুল বলেন, ‘আজ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর পরিচালিত কেন্দ্রীয় সরকার বুঝেই উঠতে পারেনি, করোনা শুধুমাত্র একটি রোগ নয়, আসলে এটি একটি পরিবর্তিত রোগ। ভারতে টিকাদানের গতি না বাড়ালে করোনার একের পর এক ঢেউ আসতেই থাকবে।’
কংগ্রেসের ওই নেতা বলেন, ‘আপনি করোনাকে যত বেশি সময় দেবেন, করোনা তত বেশি বিপদজনক হয়ে উঠবে। আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম, করোনাকে জায়গা না দিতে, করোনার জন্য দরজা বন্ধ করে দিতে। করোনা যাদের প্রথমে খাবার নেই তাদের আক্রমণ করে। যাদের শরীরে রোগ রয়েছে তাদেরকেও আক্রমণ করে করোনা। আর তারপরেই ধীরে ধীরে সে নিজেকে পরিবর্তিত করে। তাই সরকারের উচিৎ ছিলো, প্রথমেই করোনার প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া।’
রাহুল বলেন, ‘আমি বারবার কেন্দ্রকে টিকাদান কার্যক্রমের নীতিমালা বদলানোর জন্য বলেছিলাম। কিন্ত কেন্দ্র তা উড়িয়ে দিয়েছিল। বর্তমানে ভারতের মাত্র ৩ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে। এখনও দেশের ৯৭ শতাংশ মানুষ বাকি। অথচ আমরা করোনা ভ্যাকসিনের রাজধানী। আমরা করোনার ভ্যাকসিন তৈরি করছি, কিন্তু আমাদের নাগরিকরাই ভ্যাকসিন পাচ্ছে না। তাই দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য একমাত্র প্রধানমন্ত্রী দায়ী।’
রাহুল গান্ধী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর ভাবমূর্তি আজ নষ্ট হয়ে গেছে। যদিও তিনি এখন সেই ভাবমূর্তি মেরামতের চেষ্টা করছেন। তবে এখন আসল সময়। ভারতকে নেতৃত্ব দিন। আপনার ক্ষমতা ও শক্তি প্রদর্শনের এটাই সময়। ভয় পাবেন না। আপনি কতটা ভালো প্রধানমন্ত্রী তা এই সঙ্কটকালে প্রমাণ করে দেখান।’