আফগানিস্তানে ‘অন্তর্ভুক্তিমূলক’ সরকার চায় ইরান

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আহ্বান জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দল্লাহিন বলেছেন, ‘আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনকে অন্তর্বর্তী সরকারের স্বীকৃতির পূর্বশর্ত বলে আমরা মনে করি।'

এদিকে, আগফানভিত্তিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কাবুলে ডেভেলপমেন্ট অ্যান্ড জাস্টিস পার্টি বর্তমান আফগান সরকারকে ‘অন্তর্ভুক্তিমূলক’ বলে মনে করে না।

খবরে আরও বলা হয়েছে, ডেভেলপমেন্ট অ্যান্ড জাস্টিস পার্টির নেতা আফগানিস্তানে দেশটির সব জাতিগত গোষ্ঠীর অংশগ্রহণের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠার জন্য ইসলামিক আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছে। 

ডেভেলপমেন্ট অ্যান্ড জাস্টিস পার্টির নেতা সায়েদ জাভাদ হোসেইনি বলেন, ‘আমরা আফগানিস্তানকে বলেছি, আন্তর্জাতিক গোষ্ঠীর বৈধ দাবিতে যেন তারা ইতিবাচক সাড়া দেয়।’ এ ছাড়া জাভাদ আফগানিস্তানে মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের আগস্টে আফগানিস্তান দখল নেওয়ার পর আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে।