আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নারী চিকিৎসক নিহত

Looks like you've blocked notifications!
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণে একজন নারী চিকিৎসক নিহত হয়েছেন। ছবি : রয়টার্স

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণে একজন নারী চিকিৎসক নিহত হয়েছেন একই শহরে গণমাধ্যমের তিন নারী কর্মীকে গুলি করে হত্যার পর এ ঘটনা ঘটল বলে বৃহস্পতিবার জানিয়েছেন নানগারহার প্রদেশের কর্মকর্তারা। খবর দ্য গার্ডিয়ানের।

নানগারহারের গভর্নরের মুখপাত্র আতাহউল্লাহ খোগিয়ানি জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে রিক্সাযোগে কর্মস্থলে যাওযার পথে বিস্ফোরণে এই নারী চিকিৎসক নিহত হন। এ ঘটনায় একটি শিশুও আহত হয়েছে।

খোগিয়ানি এই চিকিৎসকের নাম না নিলেও তিনি একটি বেসরকারি হাসপাতালের মা ও শিশু বিভাগে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন।  

তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।

আফগানিস্তানে কয়েক মাস ধরে পূর্বপরিকল্পিতভাবে সাংবাদিক, এনজিও কর্মী ও মাঝ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের হত্যার একটি ধারা চলছে। গুলি করে, গাড়িতে ছোট বোমা স্থাপন করে অথবা তাদের লক্ষ্য করে রাস্তার পাশে বোমা পেতে রেখে হত্যা করা হচ্ছে।

মঙ্গলবার জালালাবাদে বেসরকারি একটি টেলিভিশনের তিন নারী কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনার সময় ১৮ থেকে ২০ বয়সী এই তিন নারী কর্মস্থলে থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন।