আফগানিস্তানে ৬০ টন খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম পাঠাল আরব আমিরাত

Looks like you've blocked notifications!
কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শুক্রবার খাদ্য ও চিকিৎসা সরঞ্জামবাহী আমিরাতের কার্গো উড়োজাহাজ অবতরণ করে। ছবি : সংগৃহীত

আফগানিস্তানে অন্তত ৬০ টন খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এর আগে জাতিসংঘ জানায়, এক মাসের মধ্যে আফগানিস্তানে খাদ্য সংকট দেখা দিতে পারে। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আফগান সংবাদমাধ্যম টোলোনিউজ।

আজ শুক্রবার কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে খাদ্য ও চিকিৎসা সরঞ্জামবাহী আমিরাতের কার্গো উড়োজাহাজ অবতরণ করে।

জাতিসংঘ জানিয়েছিল, আফগানিস্তানের পরিস্থিতি মোটেও ভালো নয়। দেশটিতে এক মাসের মধ্যে খাদ্য সংকট দেখা দিতে পারে।

খাদ্যাভাবের কারণে দেশটির প্রতি তিনজনের মধ্যে একজনের ভোগান্তি হতে পারে বলে জানায় জাতিসংঘ।