আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করল যুক্তরাষ্ট্র ও ন্যাটো

Looks like you've blocked notifications!
আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে শেষের শুরু হলো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভাষায় এক ‘চিরকালীন যুদ্ধের’। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ন্যাটো সামরিক জোট প্রায় ২০ বছর ধরে আফগানিস্তানে সেনা মোতায়েন করে রেখেছে।

বিবিসি জানিয়েছে, ১ মে থেকে শুরু হয়ে এই সেনা প্রত্যাহার পর্ব আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আফগানিস্তানজুড়ে সহিংসতা বৃদ্ধির মধ্যে এ সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরু হলো। সেনা প্রত্যাহারের এই সময়টায় প্রতিশোধমূলক হামলা চালানো হতে পারে আশঙ্কায় আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীগুলো উচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

এদিকে তালেবান হুঁশিয়ারি দিয়েছে যে, আন্তর্জাতিক সেনাদের ওপর হামলা না করার যে চুক্তিতে তারা এতদিন বাঁধা ছিল, তার মেয়াদ শেষ হওয়ায় তালেবান এখন আর কোনো বাধ্যবাধকতার অধীন নয়।

আফগানিস্তানের তালেবান জঙ্গি গোষ্ঠীর সঙ্গে গতবছর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী, ১ মে-র মধ্যে বিদেশি বাহিনীগুলো আফগানিস্তানে ছাড়বে এমন প্রতিশ্রুতির বিনিময়ে আন্তর্জাতিক সেনাদের ওপর হামলা না চালাতে সম্মত হয়েছিল তালেবান।

বার্তা সংস্থা রয়টার্সকে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তির সময়সীমার মধ্যে পশ্চিমা সামরিক ঘাঁটিগুলোকে প্রতিদ্বন্দ্বী জঙ্গি গোষ্ঠীগুলো থেকে সুরক্ষা দিয়েছে তালেবান। তবে, ওই সময়টায় আফগানিস্তানের সরকারি বাহিনী ও বেসামরিক লোকজনের ওপর হামলা করা বন্ধ করেনি তালেবান।