আফগানিস্তান থেকে ৩২০০ লোককে সরিয়ে নিয়েছে মার্কিন বাহিনী
মার্কিন সামরিক বাহিনী আফগানিস্তান থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত তিন হাজার দুইশ’র বেশি লোককে সরিয়ে নিয়েছে। এর মধ্যে গত মঙ্গলবার এক দিনে সরিয়ে নেওয়া হয়েছে এক হাজার ১০০ জনকে।
একজন হোয়াইট হাউস কর্মকর্তার বরাত দিয়ে দ্য হিন্দু এ খবর জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই হোয়াইট হাউস কর্মকর্তা জানান, মার্কিন সামরিক বাহিনী গতকাল ১৩টি উড়োজাহাজে করে মার্কিন নাগরিক, যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা এবং তাদের পরিবারসহ আনুমানিক এক হাজার ১০০ লোককে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়ে এসেছে।
হোয়াইট হাউস কর্মকর্তা বলেন, মার্কিন সেনাসহ আফগানিস্তান থেকে এ পর্যন্ত তিন হাজার ২০০ লোককে সরিয়ে আনা হয়েছে। এদের মধ্যে প্রায় দুই হাজার আফগান রয়েছে। তাদের বিশেষ অভিবাসনের আওতায় আনা হয়েছে।