আফগান অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে দেয়াল তুলছে তুরস্ক

Looks like you've blocked notifications!
আফগানিস্তান থেকে নতুন করে সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে ইরান সীমান্তে দেয়াল নির্মাণ করছে তুরস্ক। ছবি : সংগৃহীত

তালেবান কাবুল দখলের পর আফগানদের অনেকেই দেশত্যাগের চেষ্টা করছেন। ফলে আফগানিস্তান থেকে নতুন করে সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে ইরান সীমান্তে দেয়াল নির্মাণ করছে তুরস্ক। সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রকল্পটির আওতায় খাদ ও কাঁটাতারসহ ২৯৫ কিলোমিটার দীর্ঘ দেয়াল নির্মাণ করা হবে।

তুরস্কের সংবাদমাধ্যম হুররিয়াত ডেইলিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেন, ‘আমরা আমাদের কার্যক্রম আরও বাড়াব। আমরা এটা বোঝাতে চাই যে, আমাদের সীমান্ত দুর্ভেদ্য।’

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘সীমান্ত দেয়ালের বড় অংশের কাজ শেষ হয়েছে। প্রায় দেড়শ কিলোমিটার খাদ খনন করা হয়েছে। সীমান্ত এবং ঘাঁটি এলাকায় বাড়তি লোকবল নিযুক্ত করা হয়েছে।’

ফরাসি সংবাদ সংস্থা এএফপি তাদের ফেসবুক পেজে তুরস্কের নির্মাণাধীন সীমান্ত দেয়ালের ভিডিও প্রকাশ করেছে।