আফগান বাহিনীর হামলায় ৫১ তালেবান নিহত

Looks like you've blocked notifications!

আফগানিস্তানে সরকারি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় ৫১ জন তালেবান সদস্য নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ খবর প্রকাশ করেছে রয়টার্স।

এ বিষয়ে রোববার দেওয়া এক বিবৃতিতে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সামরিক বাহিনী নয়টি প্রদেশে তালিবানদের ওপর হামলা চালিয়েছে। হামলার কাজে গাড়ি ও বিমান ব্যবহার করেছে সেনারা। এতে তালেবান বাহিনীর ৫১ জন সদস্য নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ১৩ জন। আর ছয়জনকে আটক করা হয়েছে।

জানা গেছে, সরকারি বাহিনীর এই হামলায় নিহতদের মধ্যে তিন নারী ও চার শিশু রয়েছে। তারা আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বোলখের বাসিন্দা। এ ঘটনায় প্রদেশটির গভর্নরের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে স্থানীয় জনগণ।

সামরিক বাহিনীর হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় আফগান সরকার এরইমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে।