আমার পরিবার বিপদে আছে, কাউকে তথ্য দেবেন না : জিন্দালের আকুতি
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে বহিষ্কৃত জ্যেষ্ঠ নেতা নবীন কুমার জিন্দাল জানিয়েছেন, তাঁর পরিবার বিপদে রয়েছে এবং ইসলামিক মৌলবাদীদের হামলার আশঙ্কায় রয়েছে।
এজন্য তাঁর এবং তাঁর পরিবারের তথ্য কাউকে না জানানোর আকুতি জানিয়েছেন জিন্দাল। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে হামলার আশঙ্কায় নিজের ও পরিবারের সদস্যদের তথ্য কাউকে না জানানোর আবেদন জানিয়ে শনিবার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারে একটি টুইট করেন বিজেপির দিল্লি শাখার সাবেক গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল।
দল থেকে সদ্য বহিষ্কৃত এ বিজেপিনেতা হিন্দিতে করা টুইটে বলেন, ‘আমি বিনীতভাবে সবাইকে আমার এবং আমার পরিবার সম্পর্কে কোনো তথ্য কারও সঙ্গে শেয়ার না করার জন্য অনুরোধ করছি। আমার অনুরোধ সত্ত্বেও অনেকেই সোশ্যাল মিডিয়ায় আমার আবাসিক ঠিকানা পোস্ট করছেন। আমার পরিবার ইসলামিক মৌলবাদীদের হুমকির সম্মুখীন হয়েছে।’
এনডিটিভি বলছে, জিন্দাল বেশ কিছু স্ক্রিনশটও শেয়ার করেছেন, যেখান থেকে তিনি হুমকি পেয়েছেন বলে দাবি করেছেন এবং দিল্লি পুলিশকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। জিন্দাল নিজেকে একজন ‘গর্বিত হিন্দু’ হিসেবে উল্লেখ করে বলেছেন, এ মুহূর্তে তাঁর মূল মনোযোগ হলো—নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।
উল্লেখ্য, ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নূপুর শর্মা এক টেলিভিশন শোতে অংশ নিয়ে হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন। পরে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালও নূপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন। তাঁদের এই মন্তব্য দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে ক্ষুব্ধ করে তোলে। এমনকি অভিযুক্তদের মন্তব্যের জেরে ভারতের কয়েকটি রাজ্যের মুসলিমরা বিক্ষিপ্তভাবে প্রতিবাদ বিক্ষোভ করেন। আর, এর রেশ ভারতের গণ্ডি ছাড়িয়ে বাইরের বিশ্বে ছড়িয়ে পড়ে।