আরও পাঁচ বছরের জন্য জাতিসংঘের মহাসচিব গুতেরেস

Looks like you've blocked notifications!
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : রয়টার্স

জাতিসংঘের দ্বিতীয় মেয়াদে আরও পাঁচ বছরের জন্য মহাসচিব হিসেবে নিরাপত্তা পরিষদের সমর্থন পেয়েছেন আন্তোনিও গুতেরেস। নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে জাতিসংঘে নিযুক্ত এস্তোনিয়ার রাষ্ট্রদূত স্ভেন জার্গেনসন এ কথা জানিয়েছেন। সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এমনটি জানানো হয়।

গুতেরেস পুনরায় দায়িত্ব পাওয়াকে ‘অত্যন্ত সম্মানজনক’ আখ্যা দেন। তিনি বলেন, ‘আমার ওপর আস্থা রাখায় নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রতি আমি চরমভাবে কৃতজ্ঞ।’

তবে এখনও জাতিসংঘের সর্বোচ্চ ফোরাম সাধারণ পরিষদের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত বাকি রয়েছে। এ মাসের শেষ নাগাদ সভা হতে পারে। সেখানে সবুজবাতি মিললে ২০২২ সালের ১ জানুয়ারি থেকে গুতেরেসের নতুন মেয়াদ শুরু হবে। গুতেরেসের প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাঁর দ্বিতীয় মেয়াদে মহাসচিব হওয়ার বিষয়টি অনেকটা প্রত্যাশিত।

২০১৭ সাল থেকে বিশ্বের সর্বোচ্চ সংস্থাটির নেতৃত্বে রয়েছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের বিগত নয়জন মহাসচিবের সবাই ছিলেন পুরুষ। আর এদের চারজনই ইউরোপের।

গত পাঁচ বছরে গুতেরেসকে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও ফ্রান্সের সঙ্গে সুসম্পর্ক নিশ্চিত করে চলতে হয়েছে।