আরব আমিরাতের সড়ক দুর্ঘটনায় ৬ মিসরীয় নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/07/14/2022-07-12t102737z_132992176_rc2aav97jkpw_rtrmadp_3_britain-politics-sunak_1.jpg)
সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনা। ছবি : সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। নিহতরা সবাই মিসরের নাগরিক। তাঁরা আরব আমিরাতের শ্রমিক হিসেবে কাজ করতেন।
হতকাল বুধবার (১৩ জুলাই) রাস আল খাইমার এমিরেটস রিং স্ট্রিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে গালফ নিউজ।
খবরে বলা হয়েছে, একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রাস আল খাইমা পেট্রোল পুলিশ এবং জাতীয় অ্যাম্বুলেন্স সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এয়ার উইংয়ের একটি হেলিকপ্টারে করে আমিরাতের একটি হাসপাতালে দ্রুত স্থানান্তর করা হয়েছে। আর নিহতদের মরদেহ সড়ক পথে হাসপাতালে পাঠানো হয়েছে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2022/07/14/capture_0.jpg 611w)