আরব আমিরাতে কাউকে অপমান করলে ৬ মাসের কারাদণ্ড
টেলিফোনে বা ব্যক্তিগতভাবে কাউকে অপমান করলে শাস্তির ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পাবলিক প্রসিকিউশন। কাউকে অপমান করলে জড়িত ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড অথবা পাঁচ হাজার দিরহাম জরিমানা করা হবে। খবর গালফ নিউজের।
এক ভিডিওতে আমিরাতের পাবলিক প্রসিকিউশন জানান, ফেডারেল পেনাল কোডের ৩৭৪ ধারা অনুযায়ী কাউকে টেলিফোনে বা অন্যদের সামনে বা চিঠির মাধ্যমে অপমান করা হলে জড়িতকে ছয় মাস সাজা ভোগ বা সর্বোচ্চ পাঁচ হাজার দিরহাম জরিমানা গুনতে হবে।
তবে কাউকে যদি অন্যদের অনুপস্থিতে বা চিঠির মাধ্যমে অপমান করা হয় তাহলে সর্বোচ্চ পাঁচ হাজার দিরহাম জরিমানা গুনতে হবে অভিযুক্তকে।
ভিডিওতে উল্লেখ করা হয়, আমিরাতের সংস্কৃতির প্রতি মানুষকে উৎসাহী করা এবং অপরাধ কমিয়ে আইনের প্রতি সচেতনতা বৃদ্ধি করাই তাদের লক্ষ্য।
এ কারণে এই শাস্তির বিধান করা হয়েছে। কোনো সরকারি চাকরিজীবী বা জনসেবায় নিয়োজিত কেউ এ ধরনের অপরাধ করলে তাকেও এই সাজা ভোগ করতে হবে।