আরাফাত ময়দানে হজের খুতবা শুরু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/07/08/haj.jpg)
আরাফাতের ময়দানে পবিত্র হজের খুতবা শুরু হয়েছে। বাংলাদেশ সময় আজ শুক্রবা বিকেল সাড়ে ৩টার দিকে এই খুতবা শুরু হয়েছে। খুতবা দিচ্ছেন সৌদি রাজনীতিক এবং দেশটির সাবেক বিচারমন্ত্রী শায়খ ড. মোহাম্মদ বিন আবদুল করিম আল ঈসা।
আরবি ভাষায় দেওয়া খুতবা আরও ১৩টি ভাষায় অনুবাদ হচ্ছে। হজের খুতবার বাংলা অনুবাদক হিসেবে মনোনীত হয়েছেন দুজন। তাঁরা হলেন—মোহাম্মদ শোয়াইব রশীদ ও তাঁর সহকারী খলিলুর রহমান।
মোহাম্মদ শোয়াইবের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে হাদিসের ওপর পিএইচডি করছেন। তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এ ছাড়া তিনি ওই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব। তাঁর স্ত্রীও উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
খলিলুর রহমান মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা ও সাহিত্যে পিএইচডি করেছেন।
বাংলায় হজের খুতবা শোনা যাচ্ছে এ ওয়েবসাইটে https://manaratalharamain.gov.sa।