আর্থিক নজরদারি তালিকাভুক্তির মুখে মিয়ানমার
অর্থ পাচার রোধে ব্যর্থতা এবং সন্ত্রাসে অর্থায়নের কারণে মিয়ানমারকে নজরদারি তালিকাভুক্ত করতে যাচ্ছে প্যারিসভিত্তিক আন্তসরকারি প্রতিষ্ঠান ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স (এফএটিএফ)।
বার্তা সংস্থা রয়টার্স গতকাল বুধবার জানায়, এফএটিএফের ‘ধূসর তালিকায়’ (গ্রে লিস্ট) মিয়ানমারকে অন্তর্ভুক্তির অর্থ হলো, সংস্থাটি অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবিলার সামর্থ্যে দেশটির ‘কৌশলগত ঘাটতি’ খুঁজে পেয়েছে।
তবে এফএটিএফের গ্রে লিস্টে নাম আসার অর্থ নিষেধাজ্ঞা আরোপ নয়। এই তালিকায় অন্তর্ভুক্তির ফলে মিয়ানমারের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈশ্বিক বিনিয়োগ ও বাণিজ্য প্রবাহ সীমিত হয়ে যেতে পারে।
চলতি সপ্তাহে প্যারিসে এফএটিএফের বৈঠকে যোগ দেওয়া মিয়ানমারের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান কাইআও উইন থেইন জানান, মিয়ানমার ধূসর তালিকাভুক্ত হবে কিনা, তা আজ বৃহস্পতিবারের বৈঠকে নির্ধারিত হবে। তবে সিদ্ধান্ত জানা যেতে পারে আগামীকাল শুক্রবার।