আর্মেনিয়ার সঙ্গে সংঘাতে আজারবাইজানের ২,৭৮৩ সেনা নিহত

Looks like you've blocked notifications!
নাগর্নো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘাতে আজারবাইজানের দুই হাজার ৭৮৩ জন সেনা নিহত হয়েছে। ছবি : রয়টার্স

বিরোধপূর্ণ নাগর্নো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে টানা ছয় সপ্তাহের সংঘাতে আজারবাইজানের দুই হাজার ৭৮৩ জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে আজেরি কর্তৃপক্ষ।

এ ছাড়া শতাধিক সেনা এখনো নিখোঁজ রয়েছে বলে নিশ্চিত করেছে দেশটি। আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আজারবাইজান। খবর আলজাজিরার।

এর আগে ২৭ সেপ্টেম্বরের পর থেকে নতুন করে নাগর্নো-কারাবাখে আর্মেনিয়ার সঙ্গে সংঘাতে আজারবাইজানের সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির বিষয়টি প্রকাশ করেনি বাকু।

১০ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চুক্তি হয়। এর আগ পর্যন্ত প্রায় তিন দশক ধরে অঞ্চলটি নিয়ন্ত্রণ করেছে জাতিগত আর্মেনীয়রা। ১৯৯০-এর দশকে বিরোধপূর্ণ অঞ্চলটিতে যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।