আর যাই হোক রাজনীতিতে আমি আসব না : প্রসেনজিৎ

Looks like you've blocked notifications!
টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। ছবি : সংগৃহীত

টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছেন, তিনি রাজনীতিতে আসবেন না ও কোনো রাজনৈতিক দলেও যোগ দেবেন না। এই তারকা বলেন, ‘আর যাই হোক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রাজনীতিতে আসবে না। কোনো রাজনৈতিক দলে যোগ দেবে না। এই বিশ্বাস আমার ওপর রাখুন।’

গতকাল মঙ্গলবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়।

জানা যায়, বই উপহার দিতে গিয়েছিলেন অনির্বাণ। আর তাঁর বাড়িতে বিজেপি নেতা যাওয়ার পর পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে শোরগোল ওঠে। জল্পনা শুরু হয়ে যায়, তাহলে কি প্রসেনজিৎ গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন?

সেই জল্পনা উড়িয়ে দিয়ে প্রসেনজিৎ জানিয়ে দিলেন, বিজেপি নেতার সঙ্গে তাঁর সাক্ষাৎ ছিল শুধু সৌজন্যমূলক। ওই সাক্ষাৎকারে চাওয়া-পাওয়ার কোনো অঙ্ক ছিল না।

পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে টলিপাড়ার অনেকেই রাজনীতিতে যোগ দিচ্ছেন। সেই প্রসঙ্গে প্রসেনজিৎ সাফ জানিয়ে দেন, ‘কে কোন রাজনীতিতে গেলেন, সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যদি কোনো বড় সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা বুক ফুলিয়ে সবার সামনেই ঘোষণা করবে।’

‘তবে একজন অভিনেতা হিসেবে ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে আমার একটাই আবেদন, সিনেমাটাকে বাঁচান। বাংলার মাটিতে ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়েরা যে ভাষায় ছবি তৈরি করে গেছেন, সেই বাংলা ভাষার সিনেমাটাকে বাঁচান। এটা কারো একার কাজ নয়, একার পক্ষে সম্ভবও নয়। তাই সবাই মিলে এটাকে বাঁচাতে হবে,’ বলেন প্রসেনজিৎ।

বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের আসা প্রসঙ্গে বলেন, ‘আমার কাছে যে কেউ যে কোনো সময়েই আসতে পারেন। উনি আমাকে বই উপহার দিয়েছেন। আমার সঙ্গে দেখা করেছেন। আমায় কিনতে আসেননি। যার যে রাজনৈতিক মতাদর্শই থাকুক না কেন, আমার বাড়িতে সবার জন্য দরজা খোলা। তাই আমার রাজনীতিতে যোগদান নিয়ে সমস্ত জল্পনা বন্ধ হোক। জেনে রাখুন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোনো রাজনৈতিক দলে যোগ দেবে না।’