আলুর তরকারি না খাওয়ায় স্বামীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন স্ত্রী!
রাতে আলুর তরকারি রান্না করেছিলেন স্ত্রী। কিন্তু স্বামী তা খেতে চাননি, কারণ তাঁর ডায়াবেটিস রয়েছে। আলু খেতে নিষেধ করেছেন ডাক্তার। তবে সেসব কে শুনবে। আলুর তরকারি খাবেন না বলার পরই স্বামীকে বেধড়ক পিটুনি দিতে শুরু করেন স্ত্রী!
পিটুনি খেয়ে থানায় এফআইআর দায়ের করেছেন ওই ব্যক্তি। গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর কাঁধের হাড় ভেঙে গেছে। ঘটনাটি ঘটেছে ভারতের আহমেদাবাদে।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, আহমেদাবাদের ভাসনা এলাকার সরাইনগরের বাসিন্দা হর্ষদ গোহেল ও তাঁর স্ত্রী তারা গোহেল। শুক্রবার রাতে হর্ষদ স্ত্রীকে জিজ্ঞেস করেন, কী রান্না হয়েছে? স্ত্রী জানান, আলুর তরকারি রান্না করেছেন। আর সঙ্গে আছে রুটি। আর তা খেতে না চাওয়ায় শুরু হয় সমস্যা।
এফআইআরে হর্ষদ বলেন, ‘আলুর তরকারি কথা শুনে আমি তারাকে জিজ্ঞেস করি আমার শরীরের জন্য আলু ভালো নয় জেনেও কেন ওই আলুর তরকারি রান্না করলে। এ কথা শুনে আমার স্ত্রী রেগে যায়। এর পরই সে আমাকে মারতে শুরু করে।’
জানা গেছে, বাদানুবাদ চলাকালে ব্যাট দিয়ে হর্ষকে এলোপাতাড়ি পেটাতে শুরু করেন স্ত্রী তারা। নিজেকে বাঁচাতে চিৎকার করতে শুরু করেন হর্ষদ। শেষ পর্যন্ত প্রতিবেশীরা তাঁকে স্ত্রীর হাত থেকে উদ্ধার করেন।
আহত অবস্থায় এলিস ব্রিজ এলাকায় ভিএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় হর্ষদকে। তাঁর ডান কাঁধের হাড় ভেঙে গেছে।