আশরাফ ঘানি ‘কাপুরুষ’ : আফগান পপ তারকা আরিয়ানা
তালেবানের হাতে কাবুল পতনের পর দেশ ছেড়ে পালিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। জনগণকে রেখে এভাবে পালিয়ে যাওয়ায় তীব্র ভাষায় ঘানির ভর্ৎসনা করেছেন দেশটির জনপ্রিয় পপ তারকা আরিয়ানা সাইদ। বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি।
তালেবানের সশস্ত্র অভিযানের মুখে আফগানিস্তান ছেড়ে পালানোর জন্য আশরাফ ঘানিকে ‘কাপুরুষ’ হিসেবে অভিহিত করেছেন আরিয়ানা। গতকাল মঙ্গলবার অজ্ঞাত স্থান থেকে এএনআইকে একটি বিশেষ সাক্ষাৎকার দেন আরিয়ানা।
আফগানিস্তান তালেবানের দখলে যাওয়ার পর আরিয়ানাও দেশ ছাড়তে বাধ্য হন। আরিয়ানা জানান, প্রেসিডেন্ট আশরাফ ঘানি যেভাবে আফগানিস্তান ছেড়ে গেছেন, তাতে তিনি খুবই হতাশ।
আরিয়ানা বলেন, ‘তিনি (আশরাফ ঘানি) আমাদের জনগণ, আমাদের দেশ, আমাদের সশস্ত্র বাহিনীকে হতাশ করেছেন। কোনো নেতা ছাড়া আমরা কীভাবে যুদ্ধ করতে পারি?’
আফগান পপ তারকা বলেন, আশরাফ ঘানি যা করেছেন, তার জন্য তিনি খুবই দুঃখ পেয়েছেন। তাঁর ওপর বিরক্ত হয়েছেন। তিনি খুবই কাপুরুষের মতো কাজ করেছেন।
আরিয়ানা বলেন, ১৫ আগস্ট যখন লোকজন আফগানিস্তান ত্যাগ করছিল, আশরাফ ঘানি তখনো বক্তৃতা দিচ্ছিলেন। তিনি জনগণকে প্রতিশ্রুতি দিয়ে বলছিলেন যে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যে তিনি নিখোঁজ হয়ে গেলেন।
২০১৪ সাল থেকে ক্ষমতায় ছিলেন আশরাফ ঘানি। ১৫ আগস্ট তালেবানের কাবুল দখলের মুখে দেশ থেকে পালিয়ে যান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। কাবুল ছাড়ার পর তিনি সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেন।
ঘানির এভাবে দেশ থেকে পালানো নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। সমালোচকেরা বলছেন, নিজ দেশের নাগরিকদের রক্ষার দায়িত্ব ছিল তাঁর। কিন্তু তিনি তা না করে আফগান জনগণকে বিপন্ন অবস্থায় রেখে পালিয়ে যান।
সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে আশরাফ ঘানি দাবি করেছেন, রক্তপাত এড়াতে দেশত্যাগ করেছেন তিনি।
দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় আশরাফ ঘানি বিপুল পরিমাণ অর্থ নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। এই অর্থের পরিমাণ প্রায় ১৭ মিলিয়ন মার্কিন ডলার বলে অভিযোগ করা হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি।