আসামে পুলিশের গুলিতে তিনজন নিহত

Looks like you've blocked notifications!

ভারতে নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তপ্ত আসামের গুয়াহাটিতে পুলিশের গুলিতে অন্তত তিনজনের মৃত্যু ও বহু মানুষ আহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, গতকাল বুধবার রাতে সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পরেই সেখানে কারফিউ জারি করা হয়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সেই কারফিউ অমান্য করে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। আর তাঁদের ওই বিক্ষোভে পুলিশের গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে।

এর আগে আসাম রাজ্যের দশটি জেলায় ইন্টারনেট পরিষেবা আরও ৪৮ ঘন্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।

যেখানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে সেই চারটি এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে।