আস্ত ছাগল খেয়ে বিপদে অজগর

Looks like you've blocked notifications!

জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে এসে আস্ত ছাগল খেয়ে ফেলেছে একটি অজগর। কিন্তু ছাগল খেয়ে পালাতে পারেনি অজগরটির। গ্রামবাসী সাপটিকে ধরে তুলে দেন বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মীদের হাতে।

ছাগল খেয়ে ফেললেও সাপটিকে না মেরে বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীদের খবর দেন স্থানীয়রা। পরে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মীরা এসে অজগরটি নিয়ে যান।

সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির পাঙা বটতলা ইকোসিটি এলাকার একটি গ্রামে।

রোববার বিকেলে স্থানীয় এক বাসিন্দার একটি ছাগল হারিয়ে যায়। পরদিন সকালে এলাকাবাসী ছাগলটিকে খুঁজতে খুঁজতে পাঙা বটতলা এলাকার একটি চা বাগানে যান। সেখানে গিয়ে গ্রামবাসীরা দেখতে পান একটি বিশাল আকৃতির অজগর। অজগরটির পেট ফুলে ঢোল হয়ে আছে। এটি নড়তেও পারছে না। গ্রামবাসীরা বুঝতে পারেন, অজগরটিই ছাগলটিকে খেয়েছে। চা বাগানে অজগর দেখে চিৎকার জুড়ে দেন তারা। চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে আরো গ্রামবাসী।

এরপর অজগরটিকে বেঁধে রেখে বেলাকোবা রেঞ্জ অফিসে খবর দেন তারা। খবর পেয়ে অজগর উদ্ধারে আসেন বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত ও তার দল। এদিকে এত বড় সাপ দেখতে এলাকায় প্রচুর ভিড় জমে যায়।