আয়ারল্যান্ডের সাধারণ নির্বাচনে তিন দল সমান ভোট পেয়েছে
আয়ারল্যান্ডে শনিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রধান তিনটি দল সমান ভোট পেয়েছে। নির্বাচন পরবর্তি জরিপে একটি সংস্থা এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, তিন দল সমান ভোট পাওয়ায় দেশটিতে পরবর্তি সরকার গঠন করা কঠিন হবে।
প্রতিবেদনে বলা হয়, গ্রিনিচ মান সময় ২২০০ টায় এ ভোট গ্রহণ শেষ হলে পিএসওএস এমআরবিআই জরিপের ফলাফলে জানায়, ক্ষমতাশীন প্রধানমন্ত্রী লিও ভারাদকারের ফাইন গেইল পার্টি, তার ডানপন্থি প্রতিদ্বন্দ্বি দল ফিয়ান ফেইল ও বামপন্থী সিন ফেইন দল প্রত্যেকেই ২২ শতাংশ ভোট পেয়ে সমান অবস্থানে রয়েছে।