ইংলিশ চ্যানেল থেকে ২৪৩ শরণার্থী উদ্ধার
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার পথে বিপদে পড়া ২৪৩ শরণার্থীকে উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ। গত শুক্রবার ও শনিবার এসব শরণার্থীকে উদ্ধার করা হয়। রোববার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর রয়টার্সের।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাতে কয়েকটি নৌকার বিপদে পড়ার খবর এলে উদ্ধার অভিযান শুরু হয়, যা শনিবার সন্ধ্যা পর্যন্ত চলে। উদ্ধার হওয়া ২৪৩ শরণার্থীকে ফ্রান্সের তিনটি বন্দরে ফিরিয়ে সীমান্ত পুলিশ ও উদ্ধারকারী ক্রুদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফরাসি পুলিশ জানায়, তারা শরণার্থীদের আরও নৌকা আটকানোর চেষ্টা করছে। তবে পুলিশ শুধু অভিবাসনের গতিই কমাতে পারে, বন্ধ করতে নয়।
চলতি সপ্তাহের শুরুতে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী অভিবাসী সংকটের জন্য যুক্তরাজ্যকে দায়ী করেছিলেন। ব্রিটিশ শ্রম আইনের কারণেই ডিঙি নৌকায় বিপজ্জনক ইংলিশ চ্যানেল পাড়ি দিতে শরণার্থীরা উৎসাহিত হচ্ছে বলে তার অভিযোগ।