ইউক্রেনের কঠোর প্রতিরোধে হতাশ রুশ বাহিনী : পেন্টাগন

Looks like you've blocked notifications!
ইউক্রেন সৈন্যদের প্রতিরোধের মুখে রুশ বাহিনী হতাশ হয়ে পড়েছে বলে দাবি পেন্টাগনের। ছবি : সংগৃহীত

ইউক্রেনের সামরিক বাহিনীর অপ্রত্যাশিত কঠোর প্রতিরোধের মুখে রাশিয়ার আক্রমণকারী বাহিনী ধীর ও হতাশ হয়ে পড়েছে এবং এ প্রতিরোধ তাদের রাজধানী কিয়েভের বাইরে রাখতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা গতকাল শনিবার এ দাবি করেন।

পেন্টাগন কর্মকর্তা বলেন, ‘ইউক্রেনের সামরিক শক্তি জোরদারে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা দেশটিতে অস্ত্র সরবরাহ করছে। আগামী দিনগুলোতে আরও অস্ত্র পাঠানোর পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের।’

পেন্টাগনের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বিশাল ‘আগ্রাসী শক্তি’র অন্তত ৫০ শতাংশ এখন ইউক্রেনে রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘কিন্তু, রুশ বাহিনী ইউক্রেনের দিক থেকে অপ্রত্যাশিত বাধা তাদের গতি ধীর করেছে।’

এদিকে, মস্কোয় শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, রুশ মিত্র বেলারুশে আলোচনায় বসতে কিয়েভ অস্বীকৃতি জানানোর পর রাশিয়ার সেনাবাহিনীকে হামলা আরও বাড়ানোর  নির্দেশ দেওয়া হয়েছে।

রুশ সেনা মুখপাত্র ইগর কোনাশেনকভ এক ঘোষণায় বলেন, ‘সবকটি ইউনিটকে আজ অভিযানের পরিকল্পনা অনুযায়ী সব দিক থেকে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলোনস্কি বলেছেন, ‘তার দেশ কখনও ক্রেমলিনের কাছে নতি স্বীকার করবে না।’