ইউক্রেনের খারকিভে নামল ছত্রীসেনা, রুশ বাহিনীর দখলে খারসন

Looks like you've blocked notifications!
ইউক্রেনে সাম্প্রতিক যে সহিংসতা হচ্ছে, অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে খারকিভ শহর। ছবি : সংগৃহীত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খারসনের শহর এখন রুশ বাহিনীর নিয়ন্ত্রণে বলে খবর পাওয়া গেছে। শহরটির মেয়র ইউক্রেন সরকার এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। খবর বিবিসির।

খারসন কাউন্সিলের একজন সদস্য বিবিসিকে জানান, অন্তত ২০০ জন নিহত হয়েছে এবং আরও বহু মানুষ আহত হয়েছে।

এদিকে, খারকিভ শহর দখলের জন্য আকাশ থেকে রুশ ছত্রীসেনারা নেমে আসে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।

ইউক্রেনের সেনাবাহিনী বলছে—খারকিভে বিমান হামলার সাইরেন বেজে ওঠার পরপরই আকাশ থেকে হামলা চালানো শুরু হয়।

ইউক্রেন সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, রুশ সেনারা স্থানীয় একটি সামরিক হাসপাতালে হামলা চালিয়েছে।

রুশ ভাষাভাষী শহর খারকিভে যখন হামলা হয়, তখন সেখানে ভোর ৬টা বাজে।

ইউক্রেনে সাম্প্রতিক যে সহিংসতা হচ্ছে, তার একটি কেন্দ্রে পরিণত হয়েছে খারকিভ। এর আগে গতকাল মঙ্গলবার শহরের একটি স্থানীয় সরকারের কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা হয়। পরের দিকে শহরের একটি আবাসিক এলাকায় হামলা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেন।

গতকাল মঙ্গলবার খারকিভে অন্তত ১৭ জনের মৃত্যু হয়, এবং বহু মানুষ আহত হয়।