ইউক্রেনের সঙ্গে যুদ্ধে অনুশোচনা নেই পুতিনের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/10/15/putin.jpg)
আগামী দুই সপ্তাহের মধ্যে ইউক্রেনে যুদ্ধের জন্য পাঠানো সেনাদের একত্রিকরণের কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এর ফলে অজনপ্রিয় ও বিশৃঙ্খল অবস্থার অবসান হবে।
ক্রমবর্ধমান উন্নত পশ্চিমা অস্ত্রে সজ্জিত প্রতিবেশি দেশ ইউক্রেনে যুদ্ধ শুরু করায় পুতিন রাশিয়ার অভ্যন্তরে অসন্তোষ ও সামরিক বিপর্যয়ের মুখোমুখি হচ্ছেন। তারপরও শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, তিনি সংঘাত শুরু করার জন্য অনুশোচনা করেন না এবং প্রায় আট মাস আগে যখন তিনি রুশ সৈন্যদের আক্রমণ করার নির্দেশ দিয়েছিলেন, তখন তিনি ইউক্রেনকে ধ্বংস করার জন্য প্রস্তুত ছিলেন না।
কাজাখস্তানের রাজধানীতে কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটসের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পর পুতিন বলেন, ‘আজ যা ঘটছে তা অপ্রীতিকর, বাস্তবতা আরও খারাপ। কিন্তু, আমাদের জন্য আরও খারাপ পরিস্থিতিতে এই সবকিছু একটু পরেই হত, এইতো।’
গত মাসে পুতিন যে চারটি ইউক্রেনীয় অঞ্চলকে অবৈধভাবে রাশিয়ার ভূখণ্ড বলে দাবি করেছিলেন তার মধ্যে একটিতে রাশিয়ার যুদ্ধের লক্ষ্য অর্জনে এর অসুবিধাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। ইউক্রেনীয় বাহিনীর অগ্রগতির আশঙ্কায় খেরসন অঞ্চলে মস্কো নিযুক্ত কর্তৃপক্ষ শুক্রবার বাসিন্দাদের পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।
এমনকি পুতিনের নিজস্ব সমর্থকদের মধ্যে কেউ কেউ ক্রেমলিনের যুদ্ধ পরিচালনা ও সৈন্য একত্রিকরণের সমালোচনা করেছেন। রাশিয়ার পক্ষে মোড় ঘুরিয়ে দিতে আরও কিছু করার জন্য তার ওপর চাপ বাড়ছে।
সৈন্য একত্রিকরণ সম্পর্কে পুতিন বলেন, গত মাসে তিনি যে পদক্ষেপের আদেশ দিয়েছিলেন তাতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক লক্ষ্য হিসেবে তিন লাখের মধ্যে দুই লাখ ২২ হাজার সৈন্য নিবন্ধিত হয়েছিল। এদের মধ্যে মোট ৩৩ হাজার জন সামরিক ইউনিটে যোগ দেয় এবং ১৬ হাজার জনকে যুদ্ধের জন্য মোতায়েন করা হয়।’
পুতিন এক হাজার ১০০ কিলোমিটার ফ্রন্ট লাইনে লড়াইকে জোরদারের জন্য নির্দেশ দিয়েছেন, যেখানে ইউক্রেনীয় পাল্টা আক্রমণ মস্কোর সামরিক প্রতিপত্তিতে ব্যাহত করছে। একটি দেশে ৬৫ বছরের কম বয়সী প্রায় সকল পুরুষই সংরক্ষিত হিসেবে নিবন্ধিত। যেখানে কে খসড়া তালিকার জন্য যোগ্য, তা নিয়ে বিভ্রান্তির সঙ্গে সৈন্য একত্রিকরণ শুরু থেকেই সমস্যায় পড়ে।
আদেশটির বিরোধিতা বেশ শক্তিশালী ছিল। এতে হাজার হাজার পুরুষ রাশিয়া ছেড়ে চলে যায় এবং অন্যরা রাস্তায় প্রতিবাদ করে। সমালোচকরা সন্দেহ করেন যে খসড়া তালিকাটি দুই সপ্তাহের মধ্যে শেষ হবে।
১৮ থেকে ২৭ বছর বয়সী পুরুষদের জন্য রাশিয়ার বছরের শেষ অংশে খসড়া চলাকালীন তালিকাভুক্ত অফিসগুলোকে নিয়মিত নিয়োগ প্রক্রিয়া করার অনুমতি দেওয়ার জন্য তারা শুধুমাত্র একটি বিরতির পূর্বাভাস দিয়েছে, যা ১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়।