ইউক্রেনের সামরিক স্থাপনায় কয়েক ডজন রুশ ক্ষেপণাস্ত্র হামলা

Looks like you've blocked notifications!
উত্তর ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলের দেনসা শহরে সামরিক প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ছবি : রয়টার্স

ইউক্রেনের পশ্চিম ও উত্তরাঞ্চলের সামরিক স্থাপনায় কয়েক ডজন রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে আজ শনিবার এ তথ্য জানানো হয়।

পশ্চিম ইউক্রেনের লাভিভ অঞ্চলের গভর্নর ম্যাক্সিম কোজিৎস্কি অনলাইনে পোস্ট করা এক ভিতিওবার্তায় জানান,  লাভিভের ইয়াভরিভ ঘাঁটিতে ছয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এগুলো কৃষ্ণ সাগর থেকে ছোঁড়া হয়েছে।

উত্তর ইউক্রেনের জিতোমির অঞ্চলের গভর্নর ভিতালিয়া বুনেচকো বলেছেন, জিতোমির শহরে বোমা হামলায় অন্তত একজন সেনা নিহত হয়েছেন। জিতোমির শহরের নিকটে অবস্থিত একটি সামরিক স্থাপনায়ই প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এগুলোর মধ্যে প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

উত্তর ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলেও রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। চেরনিহিভের গভর্নর ভিয়াচেস্লাভ চাউস বলেছেন, ছোট্ট শহর দেনসা’য়ও হামলা চালানো হয়েছে। দেনসায় ইউক্রেনীয় সামরিক বাহিনীর পদাতিক ডিভিশনের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। তবে প্রশিক্ষণ শিবিরের হতাহতের সুনির্দিষ্ট তথ্য দেননি গভর্নর চাউস।