ইউক্রেনে এক লাখ ৬০ হাজার মানুষ গৃহহীন : জাতিসংঘ

Looks like you've blocked notifications!
রাশিয়া ইউক্রেন হামলার পর থেকে শুরু করে এ পর্যন্ত বহু মানুষ ইউক্রেন ছেড়ে পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডে গেছেন। ছবি : সংগৃহীত

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, রাশিয়ার আক্রমণের পর থেকে দুদিনে ইউক্রেনে অন্তত এক লাখ ৬০ হাজার মানুষ গৃহহীন হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

অন্যদিকে, ইউক্রেন থেকে এ পর্যন্ত এক লাখ ১৫ হাজার মানুষ পোল্যান্ডে ঢুকেছে বলে জানিয়েছেন পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী পল জফেরন্যাকার।

ইউএনএইচসিআরের ইউক্রেন প্রতিনিধি ক্যারোলিনা লিন্ডহোম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘এটি চরম মানবিক সংকটের শুরু মাত্র। ইউক্রেনের উত্তর, দক্ষিণ ও পূর্ব থেকে বহু মানুষ ট্রেনে বাসে এবং পায়ে হেঁটে দেশটির মধ্যাঞ্চল এবং পশ্চিমের দিকে এগিয়ে যাচ্ছে।’

ক্যারোলিনা লিন্ডহোম আলজাজিরাকে বলেছেন, ঠিক কত জন গৃহহীন হয়েছেন তা বের করা খুবই কঠিন। আমাদের ধারণা, অন্তত এক লাখ ৬০ হাজার মানুষ এরই মধ্যে গৃহহীন হয়ে পড়েছে। চরম মানবিক বিপর্যয় দেখা দিতে যাচ্ছে।’