ইউটিউব চ্যানেল খুললেন প্রিন্স উইলিয়াম ও কেট

Looks like you've blocked notifications!

ব্রিটিশ রাজপুত্র প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী ডাচেস কেট উইলিয়াম যৌথভাবে তাঁদের প্রথম ইউটিউব চ্যানেল চালু করেছেন। উইলিয়াম ও কেট তাঁদের ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্টে এ ঘোষণা দিয়েছেন।

গতকাল বুধবার এ চ্যানেল চালু হয়েছে বলে জানিয়েছে ইউএসএ টুডে ও এবিসি নিউজ। ‘The Duke and Duchess of Cambridge’ নামের ওই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে। ভিডিওটি ২৫ সেকেন্ডের। বিভিন্ন রাজকীয় অনুষ্ঠানে উইলিয়াম ও কেটের স্মরণীয় মুহূর্তগুলোর হাইলাইটস উঠে এসেছে এই ভিডিওতে।

ভিডিওটির শুরুতেই দেখা যায়, এই দম্পতি পরস্পরের সঙ্গে হাসি-ঠাট্টা করছেন। উইলিয়াম হাসতে হাসতে কেটকে বলছেন, ‘চিন্তাভাবনা করে কথা বলো, এরা সব ভিডিও করছে।’ কেটও হাসিমুখে উত্তর দেন, ‘আমি জানি।’

ভিডিওটি এরই মধ্যে ১৩ লাখের বেশি বার দেখা হয়েছে। কেট ও উইলিয়ামের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আড়াই লাখের বেশি মানুষ।

একই ভিডিও তাঁরা ইনস্টাগ্রামেও দিয়েছেন। তবে তাঁরা হঠাৎ কেন ইউটিউব চ্যানেল চালু করলেন তা নিয়ে কোনো ব্যাখ্যা দেননি।