ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে ইরান
বিভিন্ন মহল থেকে চাপ বৃদ্ধি সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ তথ্য জানিয়েছেন তিনি।
সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার দেওয়া ওই ভাষণে রুহানি বলেন, ‘২০১৫ সালে পারমাণবিক চুক্তি স্বাক্ষরের আগে আমরা যে পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছিলাম, বর্তমানে তার চেয়ে আরো বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করছি। আর ভবিষ্যতে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।’
রুহানি আরো বলেন, ‘পরমাণু চুক্তিতে পৌঁছানোর আগের সময়ের চেয়ে আমরা এখন অনেক বেশি পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করছি। আমাদের ওপর চাপ বেড়েছে। কিন্তু আমরা থামব না। আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখব।’
পারমাণবিক কর্মসূচির লাগাম টানার লক্ষ্যে ২০১৫ সালে ইরান, জার্মানি, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র একটি চুক্তি স্বাক্ষর করে। চুক্তিতে যুক্তরাষ্ট্রের পক্ষে সই করেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে ওবামার আমলের এই চুক্তিতে ত্রুটি আছে বলে অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পরে ২০১৮ সালে পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। আর মার্কিনিদের বেরিয়ে যাওয়ার পর ইরান ধারাবাহিকভাবে এই চুক্তির বিভিন্ন শর্ত শিথিল করতে শুরু করে।