ইউরোপে অনুমোদন পেল মডার্নার কোভিড-১৯ টিকা

Looks like you've blocked notifications!
যুক্তরাষ্ট্রের বায়োটেকনোলজি কোম্পানি মডার্নার তৈরি কোভিড-১৯ টিকা। ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের বায়োটেকনোলজি কোম্পানি মডার্নার তৈরি কোভিড-১৯ টিকা অনুমোদন করেছে ইউরোপীয় কমিশন। আজ বুধবার করোনাভাইরাসের দ্বিতীয় টিকা হিসেবে মডার্নাকে সবুজ সংকেত দিয়েছে তারা।

এক বিবৃতিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন বলেন, ‘মডার্নার তৈরি কোভিড-১৯ টিকা অনুমোদনের মধ্য দিয়ে মোট দুটি টিকার অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, আমরা পরবর্তীতে ১৬০ মিলিয়ন ডোজ পাব। এবং সামনে আরো ভ্যাকসিন আসছে।’

মডার্নার টিকার অনুমোদন দেওয়ায় করোনাভাইরাস মহামারিতে নাকাল ইউরোপের দেশগুলোতে এ ভাইরাস সংক্রমণ মোকাবিলায় আরো আশার সঞ্চার হয়েছে।

এর দুই সপ্তাহ আগে আরেক মার্কিন কোম্পানি ফাইজার এবং জার্মান কোম্পানি বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকা শর্তসাপেক্ষে বাজারজাত করার অনুমতি দিয়েছিল সংস্থাটি।