ইউরোপে নতুন করোনা রোগীর সংখ্যা কমছে

Looks like you've blocked notifications!

রাশিয়া ও পূর্ব ইউরোপের কয়েকটি দেশ ছাড়া ইউরোপে ক্রমেই কমছে নতুন করে নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যা। এরই মধ্যে ইউরোপীয়দের জন্য কোয়ারেন্টিন ছাড়াই প্রবেশ অনুমতি দিয়েছে ইতালি।

ইউরোপে ক্রমেই শিথিল হচ্ছে লকডাউন। ইউরোপের অন্য দেশগুলোর মতো ইতালিও খুলে দিচ্ছে সীমান্ত। টানা তিন মাস পরে লকডাউন শিথিল হতে শুরু করেছে ইতালিতে। কমেছে মৃত্যু, জীবনের স্বাভাবিক ছন্দে ফিরছে মানুষ। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইতালিতে দেশের মধ্যে চলাচলে যে বিধিনিষেধ ছিল তাও তুলে নেওয়া হয়েছে।

ইতালিতে করোনাভাইরাসে দুই লাখ ৩০ হাজারের বেশি সংক্রমণ এবং প্রায় সাড়ে ৩৩ হাজার মানুষ মারা গেছে। উত্তর ইতালির লোম্বার্ডি এলাকা করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এদিকে ইংল্যান্ডে আগামী সোমবার থেকে শুরু হবে ১৪ দিনের কোয়ারেন্টিন আইনে ভ্রমণ। যুক্তরাজ্যে প্রায় ৪০ হাজার মানুষ করোনায় মারা গেছে।

এ ছাড়া এ মুহূর্তে মহামারি করোনাভাইরাসের হটস্পট ব্রাজিল। দেশটিতে ৩০ হাজার ছাড়িয়ে গেছে মৃতের সংখ্যা। ব্রাজিলে এ পর্যন্ত মোট ৩১ হাজার ১৯৯ জনের প্রাণ কেড়েছে নভেল করোনাভাইরাস। তবে, করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে দুই লাখ ২৩ হাজার ৬৩৮ জন।