ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল

Looks like you've blocked notifications!

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।

স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় ইতালির বেসামরিক স্বাস্থ্য ও সুরক্ষা বিভাগ জানিয়েছে, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে এক লাখ এক হাজার ৭৩৯ জন। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৫৯১ জনে। তবে এ তথ্য ঘোষণাকালে দেশটিতে আগের ২৪ ঘণ্টায় ৮১২ জনের মৃত্যু হয়েছে, আর গত রোববার সংখ্যাটি ছিল ৭৫৬ জন। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।

গত ২১ ফেব্রুয়ারি প্রথমবারের মতো করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার পর, করোনায় মৃতের সংখ্যা বাড়ার সঙ্গে সুস্থ হওয়ার সংখ্যাও বেড়েছে এদিন। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৯০ জন এবং মোট ১৪ হাজার ৬২০ জন সুস্থ হয়েছেন ইউরোপের দেশটিতে।